পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন

আপডেট: November 17, 2024 |
inbound2488687401155403421
print news

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা মো. রাসেল (২৩)। শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও চার মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত জালাল উদ্দিনের (৪৫) বাবার নাম রাজা মিয়া।

রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন, ছোটবেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করেন।

জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান, তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে।

এ নিয়ে চাচার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. লিটন চৌধুরী বলেন, রাত সাড়ে ১১টার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অভিযুক্ত জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর