টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আপডেট: November 19, 2024 |
inbound4297880203325778090
print news

টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পৌর শহরের মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক দুর্ঘটনায় চারজনের মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়।

এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর