গুচ্ছ ছাড়ছে রুয়েট, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল

আপডেট: November 21, 2024 |
inbound810762911808165177
print news

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে।

সূত্র বলছে, ভর্তি কমিটির এক সভায় বুধবার (২০ নভেম্বর) সম্ভাব্য একটি সময়সীমা দেয়া হয়েছে এবং এককভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতঃপূর্বে ইঞ্জিনিয়ারিং গুচ্ছভুক্ত থাকলেও এবার গুচ্ছভুক্ত থাকছে না।

সে অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শুধুমাত্র রাজশাহীতে এই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে সিদ্ধান্তটি এখনো অফিসিয়াল আদেশ আকারে আসেনি।

এছাড়া ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কুয়েট, রুয়েট ও চুয়েট একসঙ্গে ভর্তি পরীক্ষা হতো। তবে এবার কুয়েট না আসায় রুয়েটও একক ভর্তি পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর