আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন ,জাকের আলিদের প্রশংসনীয় উন্নতি

আপডেট: November 27, 2024 |
boishakhinews 5
print news

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেছেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নিয়েছেন পাঁচ উইকেট। যার প্রতিফলক পড়লো র‍্যাঙ্কিংয়ে। পুরুষ ক্রিকেটারদের আজ বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ১৬ ধাপ এগিয়েছেন তাসকিন। আর টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ২৪ ধাপ উন্নতি করেছেন জাকের আলি।
২০১ রানে হেরে যাওয়া অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং উপহার দেন তাসকিন। ৬৪ রানে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। ১৬তম টেস্টের ক্যারিয়ারে ৩ বার চার উইকেট পাওয়ার পর অবশেষে পান পাঁচ উইকেটের স্বাদ। ম্যাচের প্রথম ইনিংসে দুই শিকার ধরেন তাসকিন। এই পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে এখন ৫১তম স্থানে তাসকিন।
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম। এবারের হালনাগাদে ৫ ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনার আছেন ২৩ নম্বরে। ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস। তার সতীর্থ অভিজ্ঞ কিমার রোচের অগ্রগতি ৪ ধাপ, আছেন ১৭ নম্বরে। ৩ ধাপ উন্নতি করে ২৯তম স্থানে আলজারি জোসেফ।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের প্রথম ইনিংসে করেন ৫৩ রান। দ্বিতীয়ভাগে তার ব্যাট থেকে আসে ৩১ রান। এই পারফরম্যান্সে লম্বা লাফ দিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৮৪তম। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে যৌথভাবে মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যাওয়া অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিক এক ধাপ পিছিয়ে আছেন ৩২ নম্বরে। অ্যান্টিগায় দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে এক ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গী লিটন।
এক ধাপ করে এগিয়ে মুমিনুল হক ৪৭ ও মেহেদী হাসান মিরাজ আছেন ৬৭তম স্থানে। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। ৩ ধাপ এগিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনে তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আলিক আথানেজ, জাস্টিন গ্রিভস ও মিকাইল লুই। দুই ইনিংসে ৯০ ও ৪২ রান করা আথানেজের উন্নতি ১৮ ধাপ, অবস্থান ৬২তম। প্রথম ইনিংসে অপরাজিত ১১৫ রান করা গ্রিভস ৪৩ ধাপ এগিয়ে ৮১তম স্থানে। আর লুই ২৫ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে প্রথম ইনিংসে ৯৭ রান করার সুবাদে।

Share Now

এই বিভাগের আরও খবর