বগুড়ার শিবগঞ্জে মরা গরু জবাইয়ের প্রস্তুতি, আটক ২

আপডেট: December 2, 2024 |
inbound5068682778046219409
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে মরা গরু জবাইয়ের প্রস্তুতির সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (০২ ডিসেম্বর) তাদের ১৫ দিনের জেল এর আদেশে দেন ভ্রাম্যমান আদালত।

০১ ডিসেম্বর (রবিবার) দিবাগত-রাত আনুমানিক ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌরসভার  অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে মরা গরুসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)। শিবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছে।

মরা গরু বহন করা অটোভ্যান চালক মকবুল বলেন, আমাকে রাত ১টার দিকে শিবগঞ্জ থেকে আদালীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।

গরু নিয়ে আসার সময় অর্জুনপুর ব্রীজের উপর থেকে পুলিশ আমাদের আটকে দিয়ে থানায় নিয়ে আসে। সে সময় গরুটি মরা ছিলো।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় পুলিশের বিশেষ টহলে তারা আটকা পড়ে যায়। তাদের নিকট থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।

০২ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১৫ দিনের জেল ঘোষণা করেন।

তিনি জানান, মরা গরু জবাইয়ের প্রস্ততির সময় থানা পুলিশ গরুসহ তাদেরকে আটক করে।

Share Now

এই বিভাগের আরও খবর