অচিনপুর নাটকের টাইটেল গান লিখেছেন বিনোদন সাংবাদিক আশিক বন্ধু
আপডেট: December 3, 2024
|


বাংলাভিশন চ্যানেলের নতুন ধারাবাহিক নাটক- অচিনপুর’ এর টাইটেল গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার- আশিক বন্ধু । সংগীত করেছেন চঞ্চল। কায়সার আহমেদের পরিচালনায় অচিনপুর নাটকটির প্রচার শুরু হয়েছে ৩০শে নভেম্বর হতে, নিয়মিত প্রচার হচ্ছে বাংলাভিশনে প্রতি শনি, রবি এবং সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে। অচিনপুর ধারাবাহিক নাটকের টাইটেল গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা । বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- আমার কথায় অচিনপুর” নাটকের গানটি সালমার কন্ঠে প্রাণ পেয়েছে। এরইমধ্যে বাংলাভিশন চ্যানেলে গানটির প্রোমো এবং নাটক প্রচারের পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি।