আজ সিরিজ বাঁচাতে ক্যারিবীয়দের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

আপডেট: December 10, 2024 |
boishakhinews 20
print news

টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেন্ট কিটসে আত্মবিশ্বাস ছিল ভরপুর। পারফরম্যান্সও ছিল আঁটসাঁট। কিন্তু স্বাগতিকদের হারানোর জন্য যথেষ্ট ছিল না। তাতে যা হবার তা-ই হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সহজে ম্যাচ জেতায় বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে। একদিনের বিরতিতে আজ দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। আজকের লড়াইটা বাংলাদেশের সিরিজ বাঁচানোর, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের। কার মুখে ফুটবে শেষ হাসি সেটাই দেখার। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে দুই দলের ম্যাচ।

বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী, ‘‘মাত্র তো একটা ম্যাচ গেল। এখনো সুযোগ আছে। পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি।’’ ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে মনে হচ্ছে না। ওয়ার্নার পার্কে এর আগে ২৬৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোন দল। অথচ ২৯৪ রান করেও পাত্তা পায়নি বাংলাদেশ। উইকেট বিবেচনায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের তিনশর বেশি রানের প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ পারেনি তা করতে।

মিরাজ অবশ্য ব্যাটসম্যানদের তেমন দায় দেখছেন না। বোলারদের আরো আক্রমণাত্মক না হওয়ার কথা বললেন তিনি, ‘‘হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এখানে ২৯৫ খুব ভালো স্কোর। তাদের কৃতিত্ব দিতেই হবে, তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শাই হোপ ও রাদারফোর্ড, ভালো জুটি গড়েছে। মাঝের সময়টায় আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।’’

বাংলাদেশ যেমন সিরিজ বাঁচাতে মরিয়ে হয়ে থাকবে, ওয়েস্ট ইন্ডিজ টানা দ্বিতীয় জয়ে সিরিজ জিততে চাইবে। ক্যারিবীয়ান অধিনায়ক শেই হোপ সেই কথাই বললেন, ‘‘সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা যেভাবে মাঠে নেমেছে এবং ১১ ম্যাচের ওই ধারা যেভাবে বদলে দিতে চেয়েছে…। ব্যাপারটির নিয়ে আমরা কথা বলেছিলাম। ব্যাটে-বলে যে ধারাবাহিকতা আমরা দেখাতে পেরেছি, সেটিও দারুণ। ফিল্ডিংয়ে আমাদের আরও তীক্ষ্ণ হতে হবে। সব মিলিয়ে আমি খুশি। রিল্যাক্সড হওয়ার সুযোগ নেই। সামনেই আরেকটি ম্যাচ। ধারাবাহিক হতে হবে আমাদের। কয়েক মাস ধরে আমরা ভালো খেলছি। তবে এটা ধরে রাখতে হবে। এই সিরিজে আরও দুবার তা করে দেখাতে হবে।’’

Share Now

এই বিভাগের আরও খবর