পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: December 11, 2024 |
inbound768173265960355516
print news

কু‌ড়িগ্রা‌মে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু হয়ে‌ছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপ‌জেলার রাজারহাট ইউনিয়‌নের মন্ডলের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতের নাম রবীন্দ্রনাথ রায় (৩৫)। তিনি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মৃত টুলুরাম রায়ের ছে‌লে। এ ঘটনায় রবীন্দ্রনাথের শ্যালক অন্তর রায়কে আহত অবস্থায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূ‌ত্রে জানা গে‌ছে, রবীন্দ্রনাথ ও তার শ্যালক অন্তর রায় একই মোটরসাইকেল করে রাজারহাট হ‌য়ে তিস্তা যাচ্ছিলেন।

পথে মণ্ডলের বাজারের সামনে ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে প‌ড়ে যায়।

এতে ঘটনাস্থলে রবীন্দ্রনাথের মৃত্যু হয় এবং আহত অন্তরকে উদ্ধার ক‌রে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, হাসপাতাল থেকে দুর্ঘটনার খবরটি আমাদের জানানো হয়। পরে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ দেখতে পায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর