লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন!

আপডেট: December 15, 2024 |
inbound6541731081237202774
print news

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ইউএনও ইমরান খানের অপসারণের দাবিতে মানববন্ধন করে স্থানীয় সাধারণ জনগণ।

রবিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ্যে রায়পুর উপজেলা সাধারণ জনগণের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসিব গাজী, আবদুল আসাদ, ওসমান গনি, রশিদসহ আরো অনেকে।

বক্তব্যে তারা বলেন, আওয়ামীলীগের আমলে এই ইউএনও বিভিন্ন দুর্নীতি করেছে, এখনো করে যাচ্ছে। তিনি এখনো আওয়ামী লীগের পূর্ণবাসনসহ, দুর্নীতি, অনিয়মে জড়িয়ে আছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি স্থানীয় হাট-বাজার ও বিভিন্ন দপ্তরের এবং উপজেলা প্রশাসনের ভিতরে পণ্য ও শিল্প মেলা দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।

তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে শীঘ্রই রায়পুর উপজেলা পরিষদ ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই সম্পর্কে অভিযুক্ত ইউএনও মোঃ ইমরান খান বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যান আমার পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ না করায় ক্ষিপ্ত হয়ে মানববন্ধন করছে। বাকি অভিযোগসব ভিত্তিহীন।

Share Now

এই বিভাগের আরও খবর