২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা অপূর্বের চালচিত্র

আপডেট: December 17, 2024 |
boishakhinews 27
print news

ট্রেলারটির দৈর্ঘ্য ২ মিনিট ১০ সেকেন্ড। শুরুটাই দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কন্ঠস্বর। যেন এই কন্ঠস্বরের অপেক্ষাতেই ছিলেন ভক্তরা। আজ সকাল ১০ টায় নিজের ফেসবুকে ট্রেলারটি আপলোড করেছেন এই অভিনেতা।

সেটা ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’এর। অপূর্ব ভরাট কন্ঠের এই ট্রেলার আপলোডের পর ভক্তরা যেন লুফে নিয়েছেন। নানা মন্তব্য করছেন। যার সবই ইতিবাচক।

ক্যাপশনে অপূর্ব লিখেছেন ‘যারা আমার কন্ঠ মিস করেছেন তাদের জন্য’।
বলা যায়, দীর্ঘ বছর পর কলকাতায় ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন প্রতীম ডি. গুপ্ত। সিনেমাটি বড় দিন উপলক্ষ্যে ২০ ডিসেম্বর মুক্তি পাবে।

এ সিনেমার মধ্য দিয়েই কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক হতে যাচ্ছে।
গত অক্টোবরে সিনেমাটির টিজার প্রকাশ হয়। এটি দর্শকরা পছন্দও করেছেন। সিনেমায় টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব। কয়েকদিন আগের মুক্তির বার্তা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় সিনেমার পোস্টার।

যেখানে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। এবার ট্রেলার আসায় প্রচারণার যেন ষোলকলা পূর্ণ হলো।
সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব গণমাধ্যমকে আগেই বলেছেন, ‘গল্পটি এত চমৎকার যে, লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই নয়, চরিত্রও বেশ ইন্টারেস্টিং। যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ করেছি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি। অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তির জন্য। দর্শক-ভক্তদের মতো আমারও অনেক প্রত্যাশা এটি নিয়ে।’

Share Now

এই বিভাগের আরও খবর