গত ১৫ বছর গণমাধ্যম জনগণের কথা বলেনি: প্রেস সচিব

আপডেট: December 22, 2024 |
inbound7935164834046569306
print news

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম জনগণকে ‘ফেইল’ করেছে। তারা জনগণের কথা বলেনি। অনেক ক্ষেত্রে যা করেছে, সেটা হলো তাঁবেদারি। এমনই নিচু পর্যায়ে তাঁবেদারি হয়েছে যে, এখন কেউ কেউ বলছেন এদের অনেকের হাতে রক্ত আছে।’

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালের দিকে দুই জন সাংবাদিদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছিল। বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল বলে অভিযোগ ছিল।

ওই সাংবাদিকদের যদি বিচার হয়, তাহলে গত ১৫ বছরে যে সমম্ত সাংবাদিক ভায়োলেন্স, সরকারের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও গুমকে লেজিটিমাইজড করেছে তাদের কেন বিচার হবে না।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মিডিয়া কমিশনের মূল লক্ষ্য হলো, ‘বাংলাদেশে এমন একটা মিডিয়া ইন্ডাস্ট্রি চাই যেখানে কোনো ধরনের কৌআশন, ভয়-ভীতি, অ্যাডমিনিস্ট্রিটিভ চাপ, লিগ্যাল রিপ্রেসিভ ল দ্বারা আক্রান্ত ছাড়া মিডিয়া যাতে তার মতো করে দাঁড়াতে পারে।’

সিজিএসের চেয়ারপারসন মুনিরা খানের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ, পারভীন এফ চৌধুরী, জায়মা ইসলাম, ডিজিটাল রাইট বিডি’র প্রতিষ্ঠাতা মিরাজ আহমেদ চৌধুরী, এএফপির ফ্যাক্ট চেকার কদরুদ্দীন শিশির ও নাগরিক কমিটির সদস্য তুহিন খান প্রমুখ। সংলাপ সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর