গাজীপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

আপডেট: December 26, 2024 |
inbound2472528607474953528
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা ও গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক (আউটরিচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন  কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ—পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন বিপিএএ সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদাল প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।

Share Now

এই বিভাগের আরও খবর