হৃদরোগে আক্রান্ত সাবু: প্রয়োজন কয়েক লক্ষ টাকা

আপডেট: December 26, 2024 |
inbound7610520480551294852
print news

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) লাইব্রেরি সহকারী বেলায়েত হোসেন সাবু গত ২২ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

ওই সময় তাকে দ্রুত মিরপুর-১ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার হার্টে ব্লক ধরা পরায় দুটি রিং বসানো প্রয়োজন এবং দ্রুততম সময়ে অপারেশন না করালে জীবন রক্ষা করা সম্ভব নয়।

অপারেশনের খরচ আনুমানিক তিন থেকে চার লাখ টাকা ধরা হয়েছে। কিন্তু বেলায়েত হোসেনের পরিবার আর্থিকভাবে খুবই অসচ্ছল।

পরিবারের সদস্যরা জানান, বেলায়েত তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বসতবাড়ি ছাড়া তাদের কাছে আর কোনো সম্পদ নেই।

বর্তমানে বেলায়েত হোসেনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। পরিবারের সদস্যরা সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। একটু সহানুভূতি এবং সাহায্যের মাধ্যমে হয়তো তিনি আবার সুস্থভাবে ফিরে আসবেন।

Share Now

এই বিভাগের আরও খবর