হারিছ চৌধুরীর জানাজা রবিবার

আপডেট: December 27, 2024 |
inbound926749141943731609
print news

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ রোববার (২৯ ডিসেম্বর) সিলেট নেয়া হবে। পরে সিলেটে শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন করা হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হবে।

পরে রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সামিরা তানজিন চৌধুরী আরও বলেন, সব ঠিক থাকলে সে দিনই বাদ আছর কানাইঘাট উপজেলায় বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙ্গিনার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর