পাঠ্যবইয়ে দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নানের গান

আপডেট: January 3, 2025 |
boishakhinews 11
print news

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে জায়গা পেয়েছেন আলোচিত দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নান। ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র–জনতার আন্দোলনে তাদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ‘আওয়াজ উডা’ এবং ‘কথা ক’ শিরোনামের গান মুক্তি পায়। এ দুটো গানই পরিচিতি এনে দেয় নারায়ণগঞ্জের এই দুই র‍্যাপারকে। কারণ গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

পাঠ্যবইয়ে নিজের নাম দেখে গর্বিত র‌্যাপার হান্নান। তার ভাষায়, “খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।”

 

‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার হন হান্নান। ১২ দিন কারাভোগ করেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন মুক্তি পান এই তরুণ র‍্যাপার। বিরুদ্ধ সময়ে ‘কথা ক’ প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে।

Share Now

এই বিভাগের আরও খবর