ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: January 5, 2025 |
inbound3934104986141773107
print news

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এর ফলে মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছে দুটি ফেরি। এতে করে ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন।

রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে একই কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথ দুটিতে ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই নৌপথের চার প্রান্তে আটকা পড়ে বহু গাড়ি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নদী পারের অপেক্ষায় থাকা এসব যানের যাত্রী ও চালকরা।

Share Now

এই বিভাগের আরও খবর