গাজীপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

আপডেট: January 7, 2025 |
inbound7994794516130713677
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর চেয়ারম্যান বাড়ী এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ইট বোঝাই ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সুত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭) । এ দুর্ঘটনায় আরেক যাত্রী রিপন মিয়া (৩৩) আহত হযেছে।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইটবোঝাই ট্রাক মাওনার দিকে যাচ্ছিল।

সেটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী বাজায় এলাকায় পৌঁছে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক করিম মিয়া মারা যায়।

হাসপাতালে নেওয়ার পথে অয়ন রায় ও সুদীপ রায়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।

Share Now

এই বিভাগের আরও খবর