জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্য সচিব অনিক

আপডেট: January 9, 2025 |
inbound7992824966412092884
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১৭৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত ও  দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ (৩৯ ব্যাচ) শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরে আহ্বায়ক ও ২০১০-১১ (৪০ ব্যাচ) শিক্ষাবর্ষের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীকে সদস্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া কমিটিতে যুগ্ম-আহ্বায়করা হলেন- মো. আফফান আলী, মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ুন হাবীব হিরণ, সেলিম রেজা, মো. মেহেদী হাসান, মশিউর রহমান রোজেন, মো. রাশিদুল ইসলাম রোমান, রাকিবুল ইসলাম শুভ, মো. মনিরুজ্জামান সাগর, মো. শহিদুল ইসলাম শাহেদ, জরজীস মো. ইব্রাহিম, মো. সাইফুল্লাহ, ফয়সাল রাব্বি রিয়াদ, অলোকুর রহমান অলোক, কামরুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান প্রিন্স, সৈয়দ ফাহহাদ ইসলাম সাগর, মাজহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, আমির উদ্দিন দেওয়ান, যোবায়ের আল মাহমুদ, এস এম সিহাব উদ্দীন, সাইফুল ইসলাম আল আমিন, নাইমুল হাসান কৌশিক, কে এম রিয়াদ, রিফাত আকন্দ অন্তর, রায়হান হোসেন মিল্টন, মো. রিফাত হোসেন, শামিম মিয়া, রেজাউল আমি, আহমদ উল্লাহ, এস এম আবদুল্লাহ রুম্মান, মুহিবুল্লাহ মুহিব, জুবায়ের হোসাইন, মিজানুর রহমান, মো. হাসান, আমির হামজা, মাসুম রাহাত, মমিনুর রহমান লাজু, আলাউদ্দিন দেওয়ান, রাজুয়ার হোসাইন, মো. হোসাইন আল রাশেদ বাদল, চঞ্চল কুমার দাস, হাসান শাহরিয়ার রামিম, মো. জোবায়ের হোসাইন, ফরহাদ ইবনে আওয়াল, সৈয়দ নূর মোহাম্মদ, মো. রেজাউল করিম, রাজিব হাসান, সাহানুর রহমান, রাজিব আহমেদ, মোস্তফা আমির ফয়সাল, সাইফ উদ্দিন, ইয়াসিন দেওয়ান নয়ন, সাইফ উল ইসলাম, বাদশা আলমগীর। এছাড়া বাকিরা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

নবনিযুক্ত আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সোহেল রানাকে সভাপতি ও আব্দুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৯ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হলেও এই ৯ বছরে তা আর পূর্ণাঙ্গ কমিটির রূপ পায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর