অন্তর্বর্তী সরকারও আলোচনা ছাড়া জ্বালানির দাম বাড়াচ্ছে

আপডেট: January 9, 2025 |
inbound8094498603798776378
print news

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে।

বুধবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ অভিযোগ করেন।

এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন বলেন, বিগত সরকারের অনিয়মের খেসারত হিসেবে বাড়াতে হচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম ও করের বোঝা।

গ্যাস সংকটে দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এর মধ্যেই নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট ৭৫ টাকার বেশি প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

ব্যবসায়ীরা বলেন, ২০৩০ সালে পোশাক শিল্পে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। তবে হুটহাট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প। আইন-শৃঙ্খলার অবনতি, ঋণের উচ্চ সুদহার ও শিল্পখাতের বড় বাধা।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, গত ১৫ বছর সরকার যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সাথে ডায়ালগ করেনি। আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেকহোল্ডার।

নিজেরা পাওয়ার প্রোডাকশন করি। আমাদের সাথে গ্যাসের দাম নিয়ে কোনো কথাই বলেনি। এই সরকারও তো করে না। তাহলে এই সরকার, আর ওই সরকারের মধ্যে তফাত কি?

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এলডিসি গ্রাজুয়েশনে যাওয়া নিয়ে আমার মনে হয়, অন্তত আমাদের দিক থেকে আমরা যেটা ফিল করছি এটা কোনো ভাবেই ভালো হবে না। এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে।

এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন দাবি করেন, বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের বোঝা টানতে হচ্ছে দেশের জনগণকে। নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বানও তার।

১১ জানুয়ারি পর্যন্ত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা চলবে। মেলায় দেশি-বিদেশি ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর