জয়পুরহাটে ইস্ট ওয়েস্ট পাবলিক স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট: January 10, 2025 |
inbound6094275214955265594
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ইস্ট ওয়েস্ট পাবলিক স্কুলের উদ্যোগে ধারকি মীর পাড়া স্কুল প্রাঙ্গনে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মীর শফিকুল ইসলাম এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন  উপজেলা নির্বাহী অফিসার  রাশেদুল ইসলাম।

প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সেলিনা আক্তার বিনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, ইস্ট ওয়েস্ট স্কুলের প্রতিষ্ঠাতা সহযোগী অধ্যাপক ডাঃ মীর মুবিনুল ইসলাম মুবিন, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ডাঃ নাসিমা আক্তার নিনা সহ স্থানীয় অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানটি শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর