তারুণ্যের যুক্তির মঞ্চ: রংপুরে সফলভাবে সম্পন্ন হলো “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫”

আপডেট: January 12, 2025 |
inbound3563323601853404993
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হলো “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫”।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন সেচ্ছাসেবিতা ও স্কিল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়ে তরুণদের যুক্তিচর্চায় উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রেখেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস প্রামানিক (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর), ড. মো. ফেরদৌস রহমান (প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), এবং আব্দুল্লাহ আল মাহবুব (সহকারী অধ্যাপক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ)।

বিচারক প্যানেলে ছিলেন প্রফেসর মো. তোফায়েল হোসেন (সাবেক অধ্যাপক, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ), ড. মোতাহার হোসেন সুজন (অধ্যাপক, বাংলা বিভাগ, রংপুর সরকারি কলেজ), ড. মাগফুর হোসেন রিপন (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি কলেজ), এবং আব্দুল মাজেদ (বিচারক, বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ও যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি)।

অনুষ্ঠানের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম আজহারুল ইসলাম দুলাল (চেয়ারম্যান, বিতর্ক বিকাশ রংপুর এবং উপদেষ্টা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার)।

এছাড়া উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের সমন্বয়কারী আরমান আরাফাত অনিক।

আয়োজনের আহ্বায়ক হাসান আলী, সহ-আহ্বায়ক নাজমুস সাকিব এবং মিফতাহুল ইসলাম লাবিব তাদের নিরলস পরিশ্রমে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করেন।

আহ্বায়ক হাসান আলী বলেন, “যারা যুক্তি শিখে এবং তা উপস্থাপন করে, তারা সমাজের অন্ধবিশ্বাস দূর করতে পারে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই উৎসব তরুণদের সম্প্রীতি ও সুশাসন বিষয়ে সচেতন করার পাশাপাশি যুক্তির পরিবেশ তৈরি করেছে।”

উৎসবে তরুণ বিতার্কিকরা সমসাময়িক ইস্যু নিয়ে যুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করেন।

আয়োজক টিমের চেষ্টার ফলে “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫” একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে যুক্তিচর্চায় উদ্বুদ্ধ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর