তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

আপডেট: January 12, 2025 |
inbound8420914069003632244
print news

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।

এ ছাড়া, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর