বগুড়ায় শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা

আপডেট: January 13, 2025 |
inbound8782938507519201667
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আকর্ষণীয় হরেক রকম খাবার,মহিলাদের জন্য কসমেটিকস, শিশুদের বিনোদনের জন্য ভুতের বাড়ি, স্পিনার, নৌকা, নাগরদোলাসহ বিভিন্ন দেশীয় পোশাক নিয়ে মাসব্যাপী শুরু হচ্ছে শিল্প ও বানিজ্য মেলা।

ইতিমধ্যেই সবগুলো প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও উদ্বোঅনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে দেশের খ্যাতিমান শিল্প সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মেলায়।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

ব্রাদাস,কর্পোরেশনের বাস্তবায়নে এই মেলায় ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছেন। ৬টি প্যাভিলিয়নসহ স্টলগুললতে আকর্ষণীয় পণ্য থাকছে।

মেলায় দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেকট্রনিকস নাগরদোলা, ড্রাগন ট্রেন,ভুতের বাড়িসহ নানান ধরনের আধুনিক রাউড থাকছে।

প্রতিদিন ২০ টাকা প্রবেশ ফি’র মাধ্যমে দর্শনার্থীরা,মেলায় প্রবেশ করতে পারবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে স্হানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র,সভাপতি গনেশ দাস জানান,বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শিল্প ও বানিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মাসব্যাপী এই মেলায় ৬টি প্যাভিলিয়ন এবং ১০০টি স্টল আকর্ষণীয় পণ্য নিয়ে অংশ নিচ্ছে। এছাড়াও এই মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড, হরেক রকমের খাবার ও দেশীয় পোশাক দৃষ্টি কাড়বে।

Share Now

এই বিভাগের আরও খবর