রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট: January 13, 2025 |
inbound7699916852891559672
print news

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনা ঘটে।

এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়।

পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়।

এদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়েছে। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।

তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ।

তিন বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Share Now

এই বিভাগের আরও খবর