জয়পুরহাটে জিয়া মঞ্চের ৩১ দফা লিফলেট বিতরণ

আপডেট: January 14, 2025 |
inbound3412021091292946989
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লেখা সম্বলিত লিফলেট জয়পুরহাটে বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় পৌর শহরের  নতুন হাট এলাকায় জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

জিয়া মঞ্চের সভাপতি দেলদার হোসেন এর সভাপতিত্বে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিলা দলের সহ সভাপতি মৌসুমী আক্তার, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সদর থানার জিয়া মঞ্চের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করছি।

তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর