বগুড়া শিবগঞ্জের নতুন ইউএনও সাথে জামায়াতে সৌজন্য সাক্ষাৎ


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
২০ জানুয়ারি (সোমবার) বিকালে বগুড়া শিবগঞ্জের নতুন নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আছার উদ্দিন ও সাবেক এম.পি বগুড়া আসন-২ অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এছাড়াও শ্রমিক কল্যাণ সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এম.পি শাহাদাতুজ্জামান নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আপনি স্বাধীনভাবে শিবগঞ্জ এলাকায় কাজ করবেন এবং শিবগঞ্জ জনগণের হয়ে কাজ করে যাবেন, এখানে কোন বৈষম্যের জায়গা হবে না।
যদি কেউ আপনার কাজে বাঁধা প্রদান করে আমরা সবাই এক সাথে প্রতিহত করবো।
শিবগঞ্জ উপজেলা শাখার জামায়াতের আমীর অধ্যাপক আছার উদ্দিন বলেন, আমরা কোনো বৈষম্য চাই না, সবাই যেন ন্যায্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে পারে।
কোন ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি ও লুটপাত শিবগঞ্জ এলাকায় করা যাবে না, যারাই করবে বা করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনতে হবে।
এ সময়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের এলাকার জন্য কাজ পারতে পারব এবং এই শিবগঞ্জ এলাকায় কোন ধরনের বৈষম্যর করা হবে না।