শিবগঞ্জের নবাগত ইউএনও’র সাথে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের মতবিনিময়


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবির লিফলেট নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে উপজেলার বৈষম্য নিরসনে ছাত্রদের পক্ষ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।
নবাগত ইউএনও বৈয়ম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন কথা মনোযোগ সহকারে শুনেন এবং শিবগঞ্জ উপজেলাবাসীর জন্য নির্বিঘ্নে সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্হিত ছিলেন- সাব্বির খান , সিহাব উদ দৌলা, সাব্বির হোসেন, নয়ন মিয়া, আঁখি খাতুন,বিউটি খাতুন প্রমুখসহ প্রমূখ।