আবু সাঈদ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট: January 21, 2025 |
inbound2167473392183726197
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা, হামলা ও শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা বোর্ড মোট ৭২ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করে।

এর মধ্যে ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, ফজলে রাব্বি গ্লোরিয়াস, বাবুল, বিধান, তানভীর, আবদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন,এদের ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে

আরিফ,আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মো. মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম। এদের ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মন্ডল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম (সম্রাট)। এদের ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়ার বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করায় শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর