বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আঃ মজিদ গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে হামলা,ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শাহ বন্দাগী ইউনিয়নের প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার শেরপুরে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামস্হ সাউদিয়া পার্কের গেট থেকে আঃ মজিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আব্দুল মজিদ বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের গরেরবাড়ী গ্রামের মৃত-আব্দুস সোবহানের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভাঙচুর হামলা, ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।