জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট: January 23, 2025 |
inbound9006985187317117737
print news

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচবি আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তাঁরা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত সোমবার দাভোসে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এছাড়া, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূএ : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর