পরীক্ষা না দিয়ে শিক্ষার্থী উত্তীর্ণ, শিক্ষককে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি

আপডেট: January 24, 2025 |
inbound5528855873934951315
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) পরীক্ষা না দিয়েও শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার অভিযোগে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনকে তাঁর প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ না করেও উত্তীর্ণ হওয়ার বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে সরিয়ে দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামানকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই ঘটনায়, অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এই দায়িত্বে নিয়োগ পেয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপকে স্বচ্ছতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর