বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ জুলাইয়ের প্রেরণা,দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথার মুক্তমঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড ও পার্ক রোডে পথচারী, হকার,দোকানী, রিক্স চালকসহ সবার মাঝে এ লিপলেট বিতরণ করাহয়।
এ সময় তারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবী জানান। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকারও আহবান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি,খন্দকার মিদুল হোসেন,মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান, শামীম,,হুমায়ন কবির হিমু, পমথিবী নুর মোহাম্মদ জুবায়ের হোসেনসহ প্রমূখ।