জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে খাবার ও শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 25, 2025 |
inbound506688753967040740
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে  জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

আজ (২৫ জানুয়ারি) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে জেলা বিএনপির দলীয়  কার্যালয়ে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,   স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর