তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাইকেলিং প্রতিযোগীতা

আপডেট: January 25, 2025 |
inbound5561988544517819211
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাইকেলিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি (শনিবার) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল বড়মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাদকসহ সমাজের সকল অসঙ্গতি দুরীকরণে এ সাইকেলিং প্রতিযোগীতায় সদর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইকেলিং প্রতিযোগিতায় অংশ নিতে একত্রিত হয় জিলা স্কুল বড় মাঠে।

পরে সেখান থেকে প্রতিযোগীরা শহরের বিসিক শিল্প নগরী হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পারি দেয়। এসময় মাদককে না বলার শ্লোগান তুলেন তারা। পরে একইস্থানে গিয়ে সমবেত হয় সবাই।

এর আগে জিলাস্কুল বড়মাঠে আনুষ্ঠানিকভাবে এ সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর