গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের ১২শ যাত্রী

আপডেট: January 26, 2025 |
inbound1299156091692167433
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২শ যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে।

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেললাইন বাঁকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখ দ্রুতগামী ট্রেনটি থামানোর কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার মাত্র আধা ঘন্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে।

পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পায় ঢাকা- গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেল লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে ছুটে স্লিপার লক ভেঙে সরে গেছে।

এ সময় রেলের নিরাপত্তা কর্মীরা ওই এলাকা অতিক্রমকালে ঘটনাটি দেখতে পায়। নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেয়। তারা উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানায়।

কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোন বার্তা পায়নি।

দ্রুতগামী ট্রেন বারোশো যাত্রী নিয়ে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পায়।

আসন্ন বিপদ বুঝতে পেরে ট্রেনের লোকমাস্টার জোর ব্রেক করে সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ১২০০ যাত্রীর প্রাণ।

inbound3533983515982434063

ঢাকা টু চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই।

তাৎক্ষণিকভাবে বেলা ১৪টা ৩০ মিনিট এর সময় আমি ট্রেন থামানো নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ঘটনা জানা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে রেললাইনের স্লিপারের লক গুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে সরে গেল সেটি বুঝা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন আসলে বিষয়টি জানা যাবে।

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়ে সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

তিনি আরো জানান, এ ঘটনার কারণে ঢাকা -জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপ লাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর