খোকসার কালীপূজা ও মেলা শুরু

আপডেট: January 29, 2025 |
inbound4001258393205814177
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: খোকসার কালীর বার্ষিক পূজা ও সপ্তাহ ব্যাপী মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে কালী বাড়ির বার্ষিক পূজা মন্দিরে বিশালদেহী কালী মূর্তি স্থাপন করা হয়। সন্ধ্যায় প্রথাগত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মাঘি আমাবশ্যার তৃথিতে বার্ষিক পূজার মূল আনুষ্ঠানিকতার শুরু হয়েছে।

রাত ভোরে চলবে আরাধনা। বুধবার সন্ধ্যায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজার মূল পর্ব শেষ হবে।

কালীর বার্ষিক পূজা উপলক্ষে কয়েকশ দোকানী প্রসাধনি, পূজার সামগ্রী, সাঁখা-শিদুর, বাঁশ-বেত, লোহার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় চলবে সপ্তমী পূজা পর্যন্ত।

ছ’শ বছরের ঐতিহ্যবাহী এ কালী পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পূজা মন্দিরে আধা কিলোমিটার আগেই পুলিশ চৌকি বসানো হয়েছে। পূজা মন্দিরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা মন্দির এলাকায় অসংখ্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, কালী পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশের সাথে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা মন্দির ও আশেপাশের এলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

Share Now

এই বিভাগের আরও খবর