ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু

আপডেট: February 2, 2025 |
inbound271665769277237640
print news

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

তীব্র শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় গতকাল রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হয়েছেন। এর আগে আমবয়ানের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। চলে চিল্লাভিত্তিক আলোচনা।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বিরা কোরআন-হাদিসের আলোকে ইমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান পেশ করেন।

আজ বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার (০১ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ বয়ান করেছেন। তার বয়ান বাংলায় তরজমা করেছেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়েছে।

বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করেছেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করেছেন। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের বয়ান করেছেন। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর