পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা, গাড়ি ভাঙচুর

আপডেট: February 3, 2025 |
inbound4199277778961139633
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সুমন (২৫) নামে এক অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সিআইডির পাঁচ সদস্যের একটি দল রাণীশংকৈল থানার মামলার আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

তবে তাকে মাইক্রোবাসের গাড়িতে তুলতে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় এবং গাড়ি ভাঙচুর করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪৫ মিনিটে অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর