শিবগঞ্জে তারেক দম্পতির বিবাহবার্ষিকীতে কন্যাদায়গ্রস্ত পিতা আর্থিক সহায়তা পেলেন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ড.জোবাইদা রহমানের বিবাহ বাষির্কী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার “এসো দেশের কথা বলি” সংগঠনের পক্ষ থেকে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
০৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক গ্রামে একটি অসহায় পরিবারের মাঝে বিবাহযোগ্য কন্যর বিবাহ দেওয়ার জন্য নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, মোকামতলার শংকরপুর গ্রামের অসহায় পরিবারের বিবাহযোগ্য কন্যার বিবাহ খরচ মেটানোর জন্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ও দুপুরে মহাস্থানগড় মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসো,দেশের কথা বলি সংগঠনের প্রধান উপদেষ্টা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম,এসো দেশের কথা বলি সংগঠনের আহবায়ক খসলিদ হাসান আরমান,সদস্য এবিএম মাসুূদ রানা মাছুম,আবু শাহিন,রায়হানুল হক রনি,আব্দুল্লাহ যোবায়ের, সামিউল আলম আক্কাস, জুয়েল হোসেন বাপ্পি, মাহদী হাসান তমাল,আতিকুর রহমান সুজন,রনি মিয়া,মাহমুদুল হাসান
হৃদয়, শাহিনুর ইসলাম শাহিন,আব্দুল বারিক মোল্লা, আইয়ুব কাজী,আলগীর হোসেন, বিপুল রহমান,শাহিনুর ইসলাম, আল-আমিন,মীর মুনইমুর রহমান মুন,মেহেদী হাসান বুলেট,সাকিব হাসান,ওমর ফারুক, সাদ্দাম হোসেন বাঘ,জাহিদ হাসান রাফিসহ প্রমূখ।