বাংলাদেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: উপপ্রেস সচিব

আপডেট: February 8, 2025 |
inbound8641137332337893454
print news

দেশে সাম্প্রতিক যেসব ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আজাদ মজুমদার বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উসকানি ছড়াচ্ছেন।

তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভারভারাল পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো প্রতি উত্তর ভারত এখনও জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।

সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে উপপ্রেস সচিব বলেন, সরকার একাধিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা দাভোস সফরে গিয়ে অনেকগুলো বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আরও বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন।

সরকারের প্রেস উইং গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কাজ করছে মন্তব্য করে উপপ্রেস সচিব বলেন, বিশ্ব খ্যাতনামা সংবাদমাধ্যমও বাংলাদেশের বিষয়ে অপতথ্য ছড়িয়েছিল। প্রেস উইং বিষয়টি শক্তভাবে মোকাবিলা করেছে। পরে সেই সংবাদমাধ্যমভুল তথ্য সরিয়ে নিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর