লক্ষ্মীপুরে সেই তাহেরের পরিত্যক্ত বাড়ি ভাঙা হলো এক্সকাভেটর দিয়ে

আপডেট: February 8, 2025 |
inbound861689593360414333
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র এম এ তাহেরের পরিত্যক্ত বাড়ী ভাঙা হলো এক্সকাভেটর দিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আজ শনিবার পর্যন্ত থেমে থেমে ছাত্ররা ভাংচুর চালায়।

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা এ কে এম সালাহ উদ্দিন টিপু ছাত্র অভ্যুথানে এ বাড়ীর ছাদে দাঁড়িয়ে হেলমেট পরে আন্দোলন গুলি করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্র জনতা বাড়ীটি ভাঙচুর করে।

বৃহস্পতিবার বিকেলে শহরের তমিজ মার্কেট এলাকার পিংকি প্লাজা নামের বাড়িটি ভাঙচুর করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সালাহ উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে। শেখ হাসিনার পতনের আগের দিন গত ৪ আগস্ট ছাত্র-জনতা ওই বাড়িতে আগুন দেন। ওই দিন সালাহ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন লক্ষ্মীপুর শহর থেকে পালিয়ে যান।

এর পর থেকে চারতলা বাড়িটি পরিত্যক্ত। সালাহ উদ্দিন সাদ আল আফনান, সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের তমিজ মার্কেট এলাকায় জড়ো হন। একপর্যায়ে প্রথমে ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়ির দেয়াল, জানালাসহ বিভিন্ন কাঠামো হাতুড়ি ও লোহার শাবল দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা।

ভাঙচুরের একপর্যায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িটিতে। এরপর এক্সেকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী সাইফুর রহমান ও সজীব হোসেন জানান, তাহের ও টিপু বাহিনীর লোকেদের দ্বারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন এলাকার মানুষ।

এসব কারণে তাঁদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা-ভাঙচুর ওই ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হামলা-ভাঙচুরে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছেন।

ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিবাদী আচরণ করে, তাদের পরিণতিও একই রকম হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, বিক্ষুব্ধ জনতা বাড়িতে ভাঙচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর