সড়ক দূর্ঘটনায় নিহত আলী রাজের পরিবারকে স্টেডফাস্টের আর্থিক সহায়তাপ্রদান


মোঃ মামুন হাওলাদার, ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি: গোপালগঞ্জ ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্টেডফাস্ট কুরিয়ারের পন্য বহনকারী চালক নিহত আলী রাজ (২২) এর পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে স্টেডফাস্ট কুরিয়ার।
আজ ১৬ই ফেব্রুয়ারী সকালে সড়ক দূর্ঘটনায় নিহত আলী রাজের বাবার হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়নের ইউপি সদস্য হাফেজ আবুল বাশার, স্টেডফাস্ট কুরিয়ারের পিরোজপুর সদর হাবের ওএসডি ম্যানেজার রাকিব হাসান রানা, ওএসডি মোঃ সামিউল ইসলাম, ভান্ডারিয়া হাবের ম্যানেজার আসাদুজ্জামান রাজু, ইন্দুরকানী হাবের সহকারী ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, নিহত আলী রাজের মামা মোঃ আল আমিন বয়াতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিহত আলী রাজ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পূর্ব টগড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাত টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে গাড়ি চালক আলী রাজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত আলী রাজ এর পিতা মোঃ মিজানুর রহমান বলেন, আমার ছেলে স্টেডফাস্ট কুরিয়ার কোম্পানিতে পন্য পরিবহন গাড়ির চালক হিসেবে চাকুরী করেছিলেন কিন্তু সড়ক দূর্ঘটনায় আমার ছেলে নিহত হয়।
এক মাত্র ছেলে নিহত হওয়ায় আমার পরিবার নিয়ে আমি অসহায় হয়ে পরেছিলাম। তবে স্টেডফাস্ট কুরিয়ার আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে।
আমার পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এখন এই টাকা দিয়ে হয়তো আমি কিছু একটা করে আমার স্ত্রী কে নিয়ে বেচে থাকতে পারবো।
এছাড়া অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্টেডফাস্ট কুরিয়ারের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহত আলী রাজের পরিবার ও এলাকাবাসী।