বগুড়ায় প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

আপডেট: February 20, 2025 |
inbound1036671976565586069
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় প্রথমবারে”জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট” শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ,অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মেজবাউল করিম,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্যবৃন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সচিববৃন্দ,বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক এরশাদুল বারী এরশাদ, বিভিন্ন দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ।

উদ্বোধনী খেলায় শক্তিশালী কাহালু উপজেলাকে ২ রানে হারিয়ে শুভ সূচনা করে ধনুট উপজেলা। টসে জিতে কাহালু উপজেলা দল ধনুট উপজেলা দলকে ব্যাট করতে পাঠায়।

ধনুট উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন সৌরভ।

এছাড়া আতিক ২৫,দূর্জয় ২২ এবং আরিফ ১৭ রান করেন। কাহালু উপজেলা দলের রনি ৩টি, জনি ২টি এবং কাইয়ুম ও আরাফাত একটি করে উইকেট শিকার করেন।

জবাবে কাহালু উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষ হয়ে তাসদিক সর্বোচ্চ ৪০ রান করেন, রাফির ব্যাট থেকে আসে ১৭ রান।ধনুট উপজেলা দলের আরিফ, সোহেল,সৌরভ ও দূর্জয় একটি করে উইকেট লাভ করেন।

ধনুট দলের সৌরভ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।শুক্রবার দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হবে সোনাতলা উপজেলার দল।

Share Now

এই বিভাগের আরও খবর