বগুড়ার শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে উপজেলা স্বেচ্ছাসেবক দল জয়ী

আপডেট: February 26, 2025 |
inbound6802255902112225080
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌর বিএনপি দলকে ট্রাইবেকারে ৭-৬ গোলে পরাজিত করে উপজেলা স্বেচ্ছাসেবক দল চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “এসো দেশের কথা বলি” সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

inbound2780483608620404082

শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক মাহবুব আনাম, একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সিনহা, প্রখ্যাত সংগীত শিল্পী মনির খান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা তাজুল ইসলাম, আব্দুর করিম, যুব নেতা খালিদ হাসান, মাছুদ রানা, রাযহানুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম, রোস্তম আলী প্রমুখ। খেলায় চাম্পিয়ান দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর