বগুড়ায় স্কুলছাত্র রাতুল হত্যা মামলার আসামী আ’লীগ নেতা মঞ্জু গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ছাত্র -জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামী মঞ্জু, সরকারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জু সরকার বগুড়া উপশহর এলাকার আব্দুর রহমানের ছেলে।
এছাড়া তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী।
তার বিরুদ্ধে স্কুলছাত্র রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি ওই মামলার ৩০ নম্বর আসামী। এসব তথ্য নিশিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন।
ওসি মঈনুদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী মঞ্জু সরকারকে আগামীকাল আদালতে পাঠানো হবে।