কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: February 26, 2025 |
inbound3990944571246699715
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাতলামারি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘ যেটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে। তিনি কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের পরিবারের আর্থিক অবস্থা ভালো না।

তার বাবা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পান। টাকা পরিশোধের জন্য তারা চাপ দিচ্ছিলেন।

এ কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর