সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: সাখাওয়াত

আপডেট: February 27, 2025 |
inbound8159443035203600049
print news

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মত লোক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই।”

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেন।

মঙ্গলবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ‘মারামারি-কাটাকাটি আর কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ‘বিপন্ন হবে’ বলে হুঁশিয়ার করে তিনি বলেন, “আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি।”

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটা উনাকে চিনি, ভেরি স্ট্রেইটফরোয়ার্ড ম্যান।

“যা বলার মানুষের মুখের উপর বলার মত লোক। উনি কী বলেছেন, না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারব না। উনিই দিতে পারবেন।”

ক্ষমতার পালাবদলের পর সংস্কার উদ্যোগের মধ্যেই নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে বিএনপি। দলটি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে। অন্যদিকে সংস্কার আগে করার পক্ষে মত জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্রদের।

মঙ্গলবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন সেনাপ্রধান।

একটি ‘সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমরা যৌথবাহিনী ড. ইউনূসের সাথে কথা বলেছি।”

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাও ‘একমত’ হয়েছেন দাবি করে সেনাপ্রধান বলেন, “প্রথমেই বলেছিলাম ১৮ মাসের মধ্যে নির্বাচনের কথা। আমার মনে হয়, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে।

ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন। উনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন।

“আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে কাজ করি। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিনশেষে যেন আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি।”

Share Now

এই বিভাগের আরও খবর