খালেদা জিয়াকে দেয়া খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

আপডেট: March 3, 2025 |
inbound3787613255121875515
print news

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি আজ সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

রোববার শুনানি কার্যতালিকায় থাকলেও আদালত রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) দুই পক্ষের আবেদন একসাথে শুনতে চায় বলে সোমবার নতুন দিন নির্ধারণ করা হয়। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ।

গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য দুজনকেও খালাস দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Share Now

এই বিভাগের আরও খবর