ঘরের মাঠে হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ফারুক আহমেদ

আপডেট: March 8, 2025 |
boishakhinews 20
print news

আসছে মে’তে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লাল সবুজের দল। নির্ধারিত এই সিরিজের বাইরেও বাংলাদেশ সফর করবে পাকিস্তান।

ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ব্যাপরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ((পিসিবি)। এখনো আলোচনা চলছে দুই দেশের বোর্ডের মধ্যে। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনাল দেখতে পিসিবির আমন্ত্রণে দুবাই হয়ে পাকিস্তান গিয়েছিলেন ফারুক। সেখান থেকে ফিরে এসে আজ শনিবার (৮ মার্চ, ২০২৫) তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ কোয়ালিফায়িং টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরপুর শের-ই-বাংলায়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা বিষয়ে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট।

পাকিস্তানের আগমন নিয়ে ফারুক বলেন, “পাকিস্তান আমাদের বলেছিল, এফটিপির বাইরে একটা সফরে তারা আমাদের দেশে আসবে। অত্যন্ত ব্যস্ত সূচির মধ্যে ছোট্ট একটা সফর হতে পারে জুলাইয়ের দিকে। এটা আমরা মোটামুটি ঠিক করেছি। চূড়ান্ত করা হলে আপনারা জেনে যাবেন।”
জুনে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সফর শেষে ঘরের মাঠে হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

পিসিবি ছাড়াও বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে ফারুকের বৈঠক হয় এবার, “আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে মিটিংগুলো করেছি, সেগুলো শেষ হয়ে গেছে। পাকিস্তান বোর্ড, ভারতীয় বোর্ড এমনকি শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গেও কথা বলেছি। সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নটা জরুরি। সম্পর্ক ভালো হলে যে কোনো জিনিস পাওয়া সহজ হয়। যে কোনো পর্যায়েই এটা আমি বিশ্বাস করি। এটা আমরা চেষ্টা করেছি।”

এ ছাড়াও ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়েও ফারুক দিয়েছেন সুখবর, “ত্রিদেশীয় সিরিজটার ব্যাপারে আমরা আলোচনা করেছি, ভবিষ্যতে আমাদের যখন ফাঁকা সময় থাকবে, যদি কোনো সুযোগ থাকে, তাহলে যে দেশেই হোক, আমরা অংশগ্রহণ করতে পারি। অংশগ্রহণকারী দল হিসেবে থাকবে বাংলাদেশ। এটা আমরা আলাপ করেছি।”

 

Share Now

এই বিভাগের আরও খবর