তারেক রহমানের বার্তা মহিলা দল ঘরে ঘরে পৌঁছে দেবে : রেজাউল করিম বাদশা

আপডেট: March 9, 2025 |
inbound3653650013431176653
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জাতির স্বার্থে যে সকল কাজ বাস্তবায়ন এবং পরিকল্পনা করে যাচ্ছেন তার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব মহিলা দলের নেতাকর্মীদের নিতে হবে।

মহিলাদের অন্য কোন রাজনৈতিক দল ভুল ভাল বুঝিয়ে বিএনপি থেকে যেন মুখ ফিরিয়ে না নিতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধানের শীষের ভোট প্রার্থনা শুরু করতে হবে।

কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, দলের স্বার্থে সবাই কে ত্যাগ স্বীকার করতে হবে। নেতা ও কর্মীদের সমন্বয়ের মাধ্যমে মহিলা দলকে সুসংগঠিত করতে হবে।

০৮ মার্চ (শনিবার) দুপুরে বগুড়ার শাজাহাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা দলের কর্মী সস্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শেরপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী আনজুমান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক শায়লা ইসলাম মুক্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি , জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি’র অসংখ্য নেতাকর্মী।

Share Now

এই বিভাগের আরও খবর